Refund and Return Policy
Dhaano আপনার সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। আমরা সর্বদা চেষ্টা করি যেন আপনি সেরা মানের ঐতিহ্যবাহী পিঠা পান — সতেজ, খাঁটি এবং ভালোবাসায় তৈরি। তবে যদি কোনো কারণে আপনি সন্তুষ্ট না হন, আমরা নির্দিষ্ট কিছু শর্তে রিফান্ড বা রিপ্লেসমেন্টের ব্যবস্থা রাখি।
🍰 ১. নষ্টযোগ্য (Perishable) পণ্য সংক্রান্ত নীতি
আমাদের পিঠাগুলি নষ্টযোগ্য (perishable) খাদ্যপণ্য। তাই সাধারণ অবস্থায় আমরা রিটার্ন বা রিফান্ড গ্রহণ করি না।
তবে, নিচের পরিস্থিতিগুলিতে আমরা গ্রাহকের পাশে থাকি —
⚠️ ২. পণ্য ক্ষতিগ্রস্ত বা ভুল প্রেরণ হলে
আপনার অর্ডার গ্রহণের পর যদি দেখা যায়—
পণ্য ভাঙা, ছেঁড়া বা নষ্ট অবস্থায় পৌঁছেছে, অথবা
আপনি যে পণ্য অর্ডার করেছেন তা ভুলভাবে অন্য কিছু পাঠানো হয়েছে,
তাহলে আপনি পণ্য গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে আমাদের কাস্টমার সার্ভিসে যোগাযোগ করুন।
📸 অনুগ্রহ করে সমস্যাযুক্ত পণ্যের স্পষ্ট ছবি পাঠান (WhatsApp বা ইমেইলে)।
যাচাই শেষে আমরা রিপ্লেসমেন্ট বা আংশিক/সম্পূর্ণ রিফান্ড প্রদান করব।
⏰ ৩. রিফান্ড প্রক্রিয়া
রিফান্ড অনুমোদিত হলে—
বিকাশ/নগদ/ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে ৩–৭ কর্মদিবসের মধ্যে অর্থ ফেরত দেওয়া হবে।
ক্যাশ অন ডেলিভারি (COD) অর্ডারের ক্ষেত্রে রিফান্ড শুধুমাত্র বিকাশ বা ব্যাংক একাউন্টে প্রদান করা হবে।
🚫 ৪. যেসব ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য নয়
নিচের পরিস্থিতিতে রিফান্ড বা রিটার্ন প্রযোজ্য নয়:
গ্রাহক নিজে ভুল ঠিকানা বা ফোন নম্বর প্রদান করেছেন
গ্রাহক ডেলিভারি গ্রহণে দেরি করেছেন এবং পণ্য নষ্ট হয়েছে
পণ্যের আংশিক ব্যবহারের পর অভিযোগ করা হয়েছে
২৪ ঘণ্টার মধ্যে কোনো অভিযোগ জানানো হয়নি
🔁 ৫. রিপ্লেসমেন্ট (Replacement) নীতি
ক্ষতিগ্রস্ত বা ভুল পণ্য প্রমাণিত হলে আমরা নতুন পণ্য পুনরায় পাঠাব।
কিছু ক্ষেত্রে গ্রাহককে ক্ষতিগ্রস্ত পণ্য ফেরত দিতে হতে পারে (যদি কুরিয়ার ফেরত সেবা পাওয়া যায়)।
📞 ৬. যোগাযোগ করুন
রিফান্ড বা রিটার্ন সংক্রান্ত যেকোনো বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন:
📧 ইমেইল: contact@dhaano.com
Dhaano সর্বদা চেষ্টা করে গ্রাহকের আস্থা ও সন্তুষ্টি ধরে রাখতে।
আপনার ভালোবাসা ও সহযোগিতাই আমাদের অনুপ্রেরণা 💚